পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
বিদ্যালয়ের সহপাঠীদের সাথে মারামারি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একাদশ শ্রেনীর এক ছাত্রকে চুলের মুঠি ধরে স্কুল ঘোরানোর পর তার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে।
একজন ছাত্রের উপর এহেন আচরন করার প্রতিবাদে নিগৃহীত ছাত্রের পরিবার ও অভিভাবকেরা এদিন বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখায়। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে। অপমানে ও আতঙ্কে এই বিদ্যালয়ে বিদ্যালয়ে আর পড়তে চাইছেনা নিগৃহীত একাদশ শ্রেনীর ছাত্র রবীন্দ্র সরকার।
ঘটনার বিবরণ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে।
রায়গঞ্জের বিদ্যাচক্র স্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্র তার সহপাঠীর সাথে মারামারি ও স্কুলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রের চুলের মুঠি ধরে স্কুল চত্বরে ঘোরানোর পর তার চুল কেটে দেয় স্কুলেরই প্রধান শিক্ষক। এই ঘটনায় ছাত্রের অভিভাবককে না ডেকে ছাত্রকে এধরনের শাস্তি দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রের অভিভাবকরা।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক অভিজিৎ দত্ত জানিয়েছেন, স্কুলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার পাশাপাশি ওই ছাত্রের নানা অশোভনীয় আচরনের রিপোর্ট তার কাছে অভিযোগ আকারে বহুবার এসেছে। তাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ওই ছাত্রকে শাস্তি প্রদান করা হয়েছে৷ তার চুলের রঙ করা অংশটি কেটে দেওয়া হয়েছে৷ এই ঘটনায় আজ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
একাদশ শ্রেনীর ছাত্র রবীন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। বিদ্যালয়ে ছাত্রসুলভ আচরন ছিলনা তার। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটির অভিযোগের ভিত্তিতে শুক্রবার ছাত্র রবীন্দ্র সরকারকে চুলের মুঠি ধরে স্কুল চত্বর ঘোরানোর পাশাপাশি তার চুলও কেটে দেন স্কুলেরই প্রধানশিক্ষক অভিজিৎ দত্ত।
নিগৃহীত ওই ছাত্র তার উপর প্রধানশিক্ষকের এই অপমানসূচক ব্যাবহার শাস্তির ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। গতকাল রাতে এক শিক্ষক ওই ছাত্রের বাড়ি গিয়ে সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি তুলে নেওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগ। প্রধানশিক্ষকের এই ধরনের শাস্তি প্রদানের বিষয়টি নিয়ে শহরজুড়ে শোরগোল পড়ে যায়। এদিন নিগৃহীত ছাত্রের অভিভাবকেরা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে স্কুলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ কাটমানি বিতর্কে তপ্ত আগরপাড়া,বিক্ষোভে বিজেপি
এদিকে নিগৃহীত ছাত্র রবীন্দ্র সরকার ও তার পরিবার এই ধরনের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584