সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া চর এলাকায় বেশ কয়েক হাজার মানুষের বসবাস। আর সেই সব মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে সীমান্তে হাজির হলেন ব্লক আধিকারিক থেকে জেলা আধিকারিক সহ জনপ্রতিনিধিরা।
এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. অমর ঘোষ নিজে সাধারণ মানুষের চিকিৎসা করেন এবং কিছু ওষুধ দেওয়া হয়। একইভাবে যাদের এখনও করোনা ভ্যাকসিন নেওয়া হয়নি তাদের দেওয়া হয় এবং শিশুদেরও টিকা থেকে শুরু করে ইনজেকশন এদিন স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে উদয়নগর চরের ত্রান শিবিরে পরিষেবা দিলেন।
এই পরিষেবা পেয়ে খুশি সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষেরা। স্বাস্থ্য আধিকারিক জানান যে, বছরের অন্তত ৬ বার এই ধরনের ক্যাম্প করা হবে। এদিন উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অমর ঘোষ, বিডিএমও পি মাহালি, জনপ্রতিনিধি রাকিবুল ইসলাম সহ আরো অনেকে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584