তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জঃ
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সহযোগিতায় ও শ্রীগুরু কালাচাঁদ গোস্বামী হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসার ব্যাবস্থাপনায় একদিনের একটি স্বাস্থ শিবির অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব দ্বিতল ভবনে।স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডঃ প্রকাশ রায়।
উদ্বোধক প্রকাশ রায় বলেন, কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের এই ধরনের সামাজিক কার্যকলাপ দেখে তিনি সত্যিই অবাক হয়ে গেছেন।
কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের তিনি অভিনন্দন জানান।তিনি বলেন এই ধরনের চিকিৎসা শিবির যদি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন প্রেস ক্লাবের মাধ্যমে করা যায় তাহলে প্রচুর গরিব মানুষরা এই শিবির থেকে চিকিৎসার সুযোগ পেতে পারে।কারন হিসাবে বলেন কালিয়াগঞ্জ হাসপাতালে হোমিওপ্যাথির চিকিৎসার কোন সুযোগ নেই।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক সূচন্দন কর্মকার।বক্তব্য রাখেন শ্রীগুরু কালাচাঁদ গোস্বামী হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্রের কর্নধার ডাঃ কার্তিক গোস্বামী।তিনি বলেন আমরা চাই সমাজের কিছু কাজ করতে।
আরও পড়ুনঃ এসএসবি এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন সিমলাবাড়িতে
এই ধরনের সুযোগ পেলে ভবিষ্যতেও আবার স্বাস্থ্য শিবির করা যেতে পারে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাজন শর্মা,সাংস্কৃতিক সম্পাদক তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের অফিস সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি, ডাঃ কৌশিক গোস্বামী, ডাঃ কিংশুক গোস্বামী,স্বাস্থ্য কর্মী চঞ্চল পাল ,রেখা চক্রবর্তী ছাড়াও সাংবাদিক সত্যেন মোহন্ত,ভাস্কর রায়,রাজ ঠাকুর,শংকর গুপ্তা,অনুপ জয়সওয়াল।
আনুমানিক ৫০জন রোগীকে চিকিৎসকরা দেখেন এবং বিনা পয়সায় ওষুধ দেবার ব্যবস্থা করা হয়।স্বাস্থ শিবিরে পুরুষ মহিলা ও শিশুদের ও দেখা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584