শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বাংলায় করোনা টেস্টের সংখ্যা কেন এত কম তা নিয়েই আগেই প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় দল। একদিনে ২৫০০ থেকে ৫০০০ টেস্ট করা হলে রাজ্য প্রস্তুত কি না, সে বিষয়েও মুখ্যসচিবকে প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। আর তার পরেই আচমকা সক্রিয় হল রাজ্যের স্বাস্থ্য ভবন। আরও টেস্ট বাড়িয়ে দ্রুত রিপোর্ট দিন, স্বাস্থ্য ভবনের তরফে এমনই নির্দেশ পাঠানো হল সমস্ত জেলায়।
প্রসঙ্গত, কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা একাধিক প্রশ্ন করেছিলেন মুখ্যসচিবকে। টেস্টের রিপোর্ট আসতে ৭-৮ দিন সময় সময় লেগে যাচ্ছে কেন, কন্টেইনমেন্ট জোনে কনট্যাক্ট ট্রেসিং কী ভাবে হচ্ছে এবং তাঁদের কতজনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হচ্ছে ইত্যাদি। কেন্দ্রীয় দলের এই পত্রবাণের পরেই উল্লেখযোগ্য হারে বেড়েছে রাজ্যে করোনা টেস্টের সংখ্যা। এদিনও ১১৫০টি টেস্ট করা হয়েছে, যা এখন পর্যন্ত রেকর্ড। রাজ্য যে এই টেস্টের হার আরো বাড়াতে চায়, তা যেন পরিষ্কার করে দিচ্ছে জেলায় জেলায় পাঠানো রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা।
সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমার ভিডিও কনফারেন্স করেন জেলাশাসক ও জেলার স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে। জানা গিয়েছে, ওই বৈঠকেই স্বাস্থ্য সচিব নির্দেশ দিয়েছেন টেস্ট আরও বাড়াতে হবে। এমনকা যে এলাকায় টেস্টের সংখ্যা আশানুরূপ নয় সেখানে পুল টেস্টের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। একইসঙ্গে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও করোনা পরীক্ষা আরো বেশি এবং দ্রুতগতিতে করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব। রাজ্যে রাজ্যে যে ল্যাবগুলিতে করোনা পরীক্ষা হয়, তার প্রত্যেকটিতেই টেস্টের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে নমুনা সংগ্রহের ১২ ঘণ্টার মধ্যে টেস্টের রিপোর্ট প্রকাশ করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584