অ্যাডভাইজারি না মানায় ৬ বেসরকারি হাসপাতালকে নোটিস পাঠাল স্বাস্থ্য কমিশন

0
46

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা চিকিৎসার সুযোগে ইচ্ছামত অতিরিক্ত মাত্রার বিল বানিয়ে চিকিৎসাধীন বা মৃত করোনা রোগীর পরিবারের হাতে ধরিয়ে দিচ্ছে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল। এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার পর বৈঠকে বসে হাসপাতালগুলিকে ৫ দফা অ্যাডভাইজারি চূড়ান্ত করে পাঠায় স্বাস্থ্য কমিশন।

health department | newsfront.co
ফাইল চিত্র

আরও পড়ুনঃ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের শুনানি ৯ সেপ্টেম্বর

যার মধ্যে ছিল বেডভাড়া থেকে চিকিৎসার রেট চার্ট, এমনকি কোন টেস্টের কি খরচ, সমস্ত কিছু জানাতে হবে হাসপাতালগুলিকে। কিন্তু তারপরেও সেই নির্দেশ না মেনে একই ভাবে অতিরিক্ত মাত্রার বিল করে যাওয়ায় এবার শহরের প্রথম সারির ৬ বেসরকারি হাসপাতালকে নোটিশ পাঠাল স্বাস্থ্য কমিশন।

স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যে সমস্ত হাসপাতাল আমাদের অ্যাডভাইজরি মানছে না, তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ নজরদারির অভিযোগে রাজভবনের পাঁচ কর্মীকে নবান্নে ফিরিয়ে নিতে চিঠি রাজ্যপালের

স্বাস্থ্য কমিশন নোটিশ দেওয়ার পরেও কেন তারা সেগুলি মানতে চাইছেন না, তা নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের জবাব তলব করা হয়েছে।”একই সঙ্গে উপযুক্ত জবাব না পেলে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে যে স্বাস্থ্য কমিশনের নির্দিষ্ট আইন প্রয়োগ করা হবে, তাও স্পষ্টভাবে ওই নোটিশে উল্লেখ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৪ দিন আগে খরচের তালিকা তুলে ধরার জন্য প্রতিটি বেসরকারি হাসপাতালকে অ্যাডভাইজরি দিয়েছিল কমিশন। তাতে স্পষ্ট বলা হয়েছিল, খরচের তালিকায় পরিষেবা ফি’র বিস্তারিত তথ্য দিতে হবে। রিসেপশন ডেস্ক, ক্যাশ কাউন্টার এবং হাসপাতালে ঢোকার মুখেই লাগাতে হবে সেই ডিসপ্লে বোর্ড।

এমনভাবে বোর্ডটি টাঙাতে হবে, যেন ছ’ফুট দূরত্ব থেকে খালি চোখেই তা পড়া যায়। কিন্তু বাস্তবে এমন কোনও ডিসপ্লে বোর্ড লাগায়নি কলকাতার ওই নামী ছ’টি হাসপাতাল। কিছু হাসপাতালে ডিসপ্লে বোর্ড লাগানো থাকলেও সেখানে সঠিক রেট দেওয়া নেই। সেই দেখেই এবার নোটিশ পাঠানো শুরু করল ক্ষুব্ধ স্বাস্থ্য কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here