এবার থেকে রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও

0
66

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যের দাবি মেনে নিল রেল মন্ত্রক। এবার থেকে রেলকর্মীদের স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। সমস্ত সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীই পাবেন এই সুবিধা। শুধু ট্রেনে ওঠার আগে দেখাতে হবে নিজের নির্দিষ্ট পরিচয়পত্র।

train | newsfront.co
প্রতীকী চিত্র

হাওড়া -শিয়ালদা ডিভিশনের কাছে স্বাস্থ্য কর্মীদের জন্য রেল কর্মীদের স্পেশাল ট্রেনে যাতায়াতের আবেদন করেছিল রাজ্য প্রশাসন, সেই আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত।উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পরই করোনা রুখতে কিছু বিধিনিষেধ জারি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়, ৬ মে থেকে ১৪ দিনের জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল।

আরও পড়ুনঃ আবারও বড়সড় রদবদল রাজ্য পুলিশে

এরপর রেলের তরফে জানানো হয়, পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তারা বন্ধ রাখবে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা। এদিকে লোকাল ট্রেন বন্ধ হলেও বন্ধ হয়নি কোনো অফিস, এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

আরও পড়ুনঃ করোনা কোপে ১৪মে থেকে ২৩মে পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি

নিত্যযাত্রীদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। তাঁদের কথা মাথায় রেখেই স্টাফ ট্রেনে যাতায়াতের অনুমতি চেয়েছিল রাজ্য সরকার । এই প্রসঙ্গে হাওড়া ও শিয়ালদার ডিআরএম-কে চিঠি দেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। রাজ্য সরকারের সেই আবেদন মেনে নিল রেল মন্ত্রক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here