বেতনের দাবিতে পুর স্বাস্থ্য কর্মীদের হাজরায় বিক্ষোভ

0
71

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

health workers | newsfront.co
নিজস্ব চিত্র

পুর স্বাস্থ্য কর্মীদের একাধিক দাবিতে ধুন্ধুমার হাজরা মোড়। বেতন বৃদ্ধির দাবিতে অবরোধ করা হয় হাজরা মোড়। অবরোধকারীরা মুখ্যমন্ত্রীর বাড়িতে তাদের দাবি নিয়ে যেতে চাইলে পুলিশ মাঝ রাস্তায় তাদের আটকে দেয় বলে খবর।

প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন পুরসভায় আশাকর্মী হিসেবে পরিষেবা দেন মোট ১০ হাজার মহিলা। কোভিড পরিস্থিতি বা সাম্প্রতিক দুয়ারে সরকার পরিষেবা, আখেরে বাড়ি বাড়ি পৌঁছায় তাদের মাধ্যমেই। অভিযোগ, এতকিছুর পরও তাঁদের মাসিক বেতন ৩১২৫ টাকা। অর্থাৎ দৈনিক বেতন মাত্র ১০০ টাকার কিছু বেশি। তাঁরা বলছেন, ২০১৮ সাল থেকে লাগাতার এই বেতন বৃদ্ধির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রায় ১৭ বার চিঠি দিয়েছেন এই কর্মী সংগঠন এর প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ তৃণমূল কোম্পানিতে পরিণত হয়েছে- কেতুগ্রামে নব্য বিজেপি নেতা শুভেন্দুর তোপ

প্রতিবারই বলা হয়েছে, চিন্তা নেই। বেতন বাড়বে। সমস্ত পুরসভায় নোটিফিকেশন চলে গিয়েছে। সেই দাবি মিথ্যা বলেই অভিযোগ এই কর্মীদের। আজ কিছুটা মরিয়া হয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের দাবি জানানোর উদ্দেশ্যে হাজরা মোড়ে জমায়েত করেন।

শ-দুয়েক কর্মী জোর করে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজক আকার নেয়। পুলিশ রাস্তা আটকালে তাঁরা হাজরা মোড়ে রাস্তার ওপর বসে পড়েন। পর্যাপ্ত মহিলা পুলিশকর্মী না থাকায় প্রথমে মিনিট দশেক পুলিশ কিছুটা দর্শকের ভুমিকা নেয়।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগদান করে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী

ততক্ষণে হাজরা মোড়ের বিভিন্ন দিকে সার দিয়ে আটকে গেছে গাড়ি। বাধ্য হয়ে পুলিশ নিজেই গার্ড রেল দিয়ে কালীঘাট ফায়ার স্টেশন অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার রাস্তা আটকে দেয়। এরপর রিজার্ভ ফোর্সের মহিলা পুলিশ কর্মীরা আসেন। তাঁরা রাস্তা থেকে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলেন। প্রায় মিনিট ১৫ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here