মানবাধিকার কর্মীদের ভূমিকাকে সম্মান করা উচিত, স্ট্যান স্বামীর মৃত্যু প্রসঙ্গে আমেরিকা

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

স্বাস্থ্যকর গণতন্ত্রে মানবাধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সম্মান করা উচিত সরকারের। প্রখ‍্যাত সমাজকর্মী স্ট‍্যান স্বামীর মৃত্যুতে ঠিক এভাবেই উষ্মা প্রকাশ করল আমেরিকা।

Father Stan Swamy
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

বৃহস্পতিবার আমেরিকা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অধীনস্থ ইন্টার্ন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের তরফে টুইট করে জানান হয়, “আনল্যফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্টে অভিযুক্ত জেসুইট পাদ্রী তথা আদিবাসী অধিকার রক্ষা কর্মী ফাদার স্ট্যান স্বামীর বন্দিদশায় মৃত্যুর খবরে আমরা শোকাহত। আমরা সমস্ত সরকারকেই অনুরোধ করব স্বাস্থ্যকর গণতন্ত্র টিকিয়ে রাখতে তারা যেন মানবাধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সম্মান করে”।

মাওবাদীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গতবছর গ্রেপ্তার হন ৮৪ বছরের মানবাধিকার কর্মী স্ট্যান স্বামী। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়। শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে বেশ কয়েকবার জামিনের আবেদন করলেও আদালত তাঁর জামিন নামঞ্জুর করে। শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে শেষ পর্যন্ত মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর নির্দেশ দেয় আদালত। সেখানেই গত সোমবার তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ প্রাক্তন শিবসেনা নারায়ণ রাণে পেলেন এমএসএমই দপ্তর- কিন্তু কেন!

তবে বিদেশ মন্ত্রকের তরফে এই অভিযোগ খন্ডন করে বলা হয়েছে যে প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষার ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here