ওয়েবডেস্কঃ
ফের পিছিয়ে গেল বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার শুনানি। আজ সাড়ে দশটা নাগাদ শুনানির পর প্রধান বিচারপতি জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয় যে এই মামলায় আবার নতুন বেঞ্চ গঠন হবে। ২৯শে জানুয়ারি ঠিক হবে মামলা কবে থেকে শুনানি হবে।
আজ শুনানি শুরু হওয়ার পরেই সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধওয়ান তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চের জায়গায় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও প্রশ্ন ওঠে এই বেঞ্চে জাস্টিস ইউইউ ললিতের উপস্থিতি নিয়ে কারণ বিচারপতি ললিত ১৯৯৪-৯৫ কল্যাণ সিং-এর আইনজীবী ছিলেন । তাই শেষ পর্যন্ত পিছিয়ে যায় শুনানি।
২০১২ সালে এলাহাবাদ হাইকোর্ট এ বিতর্কিত মোট ২.৭৭একর জায়গা সমান তিন ভাগ করে সুন্নি ওয়াকফ বোর্ড, রামলালা এবং নিরেমাহী আখড়ার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ায় নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে জমা পড়ে একাধিক আবেদন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584