আইনী জয়ের পথে মাদ্রাসা সার্ভিস কমিশন

0
774

নিউজফ্রন্টঃ

প্রায় আইনী জয়ের পথে মাদ্রাসা সার্ভিস কমিশনঃ হ‍্যাঁ ঠিক এমনভাবেই ব‍্যাখা করা যায় আজকের মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত আজকের সুপ্রিমকোর্টের শুনানিকে। কাটতে চলেছে দীর্ঘ সাতবছরের অচলাবস্থা। সুপ্রিমকোর্টের অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ আজ এক অন্তর্বর্তীকালীন রায়ে জানায় যে , রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের জন্য রেজাল্ট প্রকাশ ও শিক্ষক নিয়োগ করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। সবথেকে বড় ব‍্যাপার দীর্ঘদিন শিক্ষকের অভাবে ধুঁকতে থাকা মাদ্রাসা গুলো শিক্ষক পাচ্ছে।

চার বছর আগে হাইকোর্টের রায়ে অবৈধ হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। আজ যেন তার পুনর্জন্ম হল। ফলে কাঁথি হাই মাদ্রাসার ম‍্যানেজিং কমিটির সম্পাদক আব্দুর রহমানকে একই দিনে প্রায় দু-দুখানি পরাজয়ের মুখোমুখি হতে হল – একদিকে পঞ্চায়েত নির্বাচনে পূর্ণ পরাজয়, অন‍্যদিকে সুপ্রিমকোর্টের বিশাল ধাক্কা। এমনকি তাদের নেতৃত্বে নিয়োগ পাওয়া শিক্ষকদের ( ডিএমই দ্বারা ইতিমধ্যে বাতিল করা চাকুরী গুলো বাদে) চাকুরীও এখন বিপদের সম্মুখীন – রায়ের কপি পেলেই তাদের যোগ্যতা বিচার করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে  রাজ‍্যের আমলা সূত্র থেকে জানা গেছে।

আজকের শুনানির পর মাদ্রাসা সার্ভিস কমিশনের সামনে আর সেরকম বাধা যেমন থাকলো না তেমনই রাজ‍্যের দু-একটি ম‍্যানেজিং কমিটির ষঢ়যন্ত্রেরও অবসান ঘটতে চলেছে বলে মন্তব্য করেন আইনজীবী নির্ম‍ল‍্য রায়।

অপরপক্ষে কাঁথি রহমানিয়া ম‍্যানেজিং কমিটির আইনজীবী আবু সোহেলকে ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

আজকের রায় প্রসঙ্গে সিপিএমের সাংসদ মঃ সেলিম আমাদের প্রতিনিধিকে বলেন, “স্বাগত জানাচ্ছি!গত ছ’বছরে নিয়োগ না হওয়ায় ফলে মাদ্রাসা শিক্ষা প্রায় উঠে যেতে বসেছে, ছাত্র আছে কিন্তু শিক্ষক নেই। সরকার সত্বর নিয়োগ করুক ও মাদ্রাসা সার্ভিস কমিশনকে রিভাইভ করুক।”

কাঁথি রহমানিয়ার পক্ষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে চ‍্যালেঞ্জ করা ওয়েটিং চাকুরীপ্রার্থী মঃ  রফিককে যোগাযোগ করলে তিনি বলেন, “এইদিন টির জন‍্যই অপেক্ষা করছিলাম(চোখে জল)! আর একদিন অপেক্ষা করুন ।আগামীকাল কলকাতার প্রেসক্লাবে বিস্তারিত জানাবো।”

(ছবি-সংগৃহীত)

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here