সঞ্চারী সাহা, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির ক্রমাগত ভয়াবহতার ফলে শুক্রবার এলাহাবাদ কোর্টে শিশু চিকিৎসক কাফিল খানের জামিনের আর্জি পিছিয়ে গেল৷ প্রয়াগরাজে করোনার প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার জন্য হাইকোর্টে সঠিক প্রক্রিয়ায় স্যানিটাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ ১৪ এবং ১৫ ই জুলাইয়ের সমস্ত কাজ স্থগিত রাখা হয়েছে৷
নয়া নাগরিকত্ব আইনি বিরোধী আইনের মিছিল থেকে আলিগড়ের মিছিল থেকে আপত্তিকর মন্তব্য করায় বিগত বছরের ১৩ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় ৷ চলতি বছরের ২৯ জানুয়ারি তাঁকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়৷ ১০ ফেব্রুয়ারি তার জামিন হলেও ১৩ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ সরকার জাতীয় সুরক্ষা আইন ১৯৮০ ভিত্তিতে ফের অভিযোগ আনে।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত কর্মী, ১০ দিন বন্ধ পশ্চিমবঙ্গ বিধানসভা: স্পিকার
এনএসএ অ্যাক্ট অনুযায়ী উত্তরপ্রদেশ সরকার তাকে তিন মাস অর্থাৎ ১২ মে অবধি আটকে রাখে। প্রথম তিনমাস অতিক্রান্ত হলে তার সময়সীমা ১২ আগষ্ট অবধি বর্ধিত করা হয়৷ কাফিল খানের আইনজীবী ইরফান গাজি জানান, পরবর্তী শুনানির দিন শুক্রবারে ধার্য করা।
আরও পড়ুনঃ উদ্ধার কাশ্মীরের অপহৃত বিজেপি নেতা: পুলিশ
তার আইনজীবীর তরফ থেকে আরও জানানো হয় যে, উত্তরপ্রদেশ সরকারের ওই অর্ডারের বিরুদ্ধে ১৪ এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের চ্যালেঞ্জ জানানো হয়৷ তারপর ১১ টা শুনানির দিন ধার্য হলেও তা কার্যকর হয়নি৷ এই পরিপ্রেক্ষিতে কাফিল খানের বড়ভাই আদিল আহমেদ খান প্রশ্ন তুলেছেন একজন ডাক্তার কিভাবে আইন শৃঙ্খলা অবমাননার ভিত্তিতে জাতীয় শান্তি বিঘ্নিত করতে পারে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584