নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে বিজেপির বাইক মিছিলে হামলা। পিছনেই ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়, সেখানেও হামলা হয় বলে অভিযোগ বিজেপির। অভিযোগের তির শাসকদলের দিকে।খেজুরি থানা এলাকার ঘটনা।
এরপরই এলাকা রনক্ষেত্রের চেহারা নেয়।বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডলের গাড়িতে হামলা চালায়।তৃণমূল কর্মীরাও খেজুরিতে রাস্তা অবরোধ করে দিলীপ ঘোষের কনভয় আটকে দেয়।পাল্টা অবরোধ শুরু করে বিজেপি সমর্থকরাও।ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
আরও পড়ুনঃ বিজেপির সাইকেল মিছিলে তৃণমূলের হামলা,অভিযোগ অস্বীকার
দিলীপ ঘোষের অভিযোগ, মিছিল থেকে বেশ কয়েকজন বিজেপি সমর্থককে অপহরন করেছে শাসকদলের লোকজন।তাঁর আরও অভিযোগ,এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পূর্ব পরিকল্পিতভাবেই তৃণমূল বিধায়কের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584