আবার উত্তপ্ত বীরভূমের নানুর

0
51

পিয়ালী দাস,বীরভূমঃ
ভোটের মরসুমে ফের উত্তপ্ত নানুর বিধানসভার বড়ডিহা গ্রাম।ঘটনার সূত্রপাত পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে।রবিবার বিজেপির পতাকা ছিঁড়ে দেয় একদল বাইক বাহিনী।এরপরই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।বোলপুর থানার সিঙ্গী পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।

Heated nanur
নিজস্ব চিত্র

অভিযোগ, গ্রামে বিজেপির পতাকা টাঙ্গানোর সময় স্থানীয় তৃণমূল সভাপতির নেতৃত্বে বাইক বাহিনী এসে বিজেপির পতাকা ছিঁড়ে দেয় এবং মারধরও করে বিজেপি সমর্থকদের।
ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের স্থানীয় সভাপতির তরফে জানানো হয়েছে, “গ্রামে কি হয়েছে তা জানা নেই, তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”
প্রসঙ্গত, তিনদিন আগেই গাজীদাঙাল গ্রামে বিজেপির লোকসভা ভোটের প্রস্তুতি সভায় হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

Heated nanur
নিজস্ব চিত্র

ভোটার তালিকা থেকে প্রায় ২০০ জনের নাম বাদ বোলপুরে।বিষয়টি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষরা। অবিলম্বে ভোটার তালিকায় নাম তুলে ভোট প্রদানের ব্যবস্থা করে দিতে হবে এমনই দাবিতে স্মারকলিপি প্রদান ভুক্তভোগীদের।বোলপুরের সুরশ্রী পল্লী এলাকায় রেললাইন পাড়ের বসবাসকারী প্রায় ৯০ টির ও বেশি পরিবার এবার তাদের নাম নেই ভোটার তালিকা।সদ্য রেলের জায়গা থেকে উচ্ছেদ করা হয় তাদের।ফলে এই পরিবারগুলি বোলপুরে বিভিন্ন জায়গায় বসবাস করতে শুরু করে। লোকসভা ভোটের মুখে তারা জানতে পারে ভোটার তালিকায় তাদের নাম নেই।ভোটার তালিকায় কেন তাদের নাম নেই তা জানতে আজকে মহকুমা শাসকের দপ্তরে ওই পরিবারের সদস্যরা গিয়ে কেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে।ভোটার তালিকা থেকে কেন ওই পরিবারের মানুষদের নাম বাদ গেল তা নিয়ে অবশ্য মহকুমাশাসক কোন সদুত্তর দিতে পারেননি।এমনিতেই নির্বাচন কমিশনের কড়া নির্দেশ আছে ভোটার তালিকায় কারো নাম যেন বাদ না যায় প্রত্যেক মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।যদি কোন মানুষ এলাকায় না থাকে বা তাদের স্থান পরিবর্তন হয় সে ক্ষেত্রে নির্বাচনী দপ্তর থেকে তাদেরকে খুঁজে বের করে তাদের নাম ভোটের তালিকায় তোলার দায়িত্ব নেওয়ার কথা।

আরও পড়ুনঃ শিতলখুচিতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত ২

পরে বোলপুরে মহকুমা শাসক অভ্র অধিকারী বলেন কোথাও কোনো গন্ডগোল হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে অতি দ্রুত ভোটার তালিকা বাদ যাওয়া মানুষদের নাম তোলার ব্যবস্থা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here