নিম্নচাপের জেরে সপ্তমী থেকে রাজ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস

0
177

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা অতিমারির জেরে এমনিতেই এবারে পুজোর আনন্দ ম্লান হয়েছে। তার উপর বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। যার কারণে রাজ্যজুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও গভীর হয়েছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে সপ্তমীর দিনও দিনভর বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

massive rain | newsfront.co
বৃষ্টি স্নাত সকাল ৷ ছবিঃ বিভাস লোধ

আরও পড়ুনঃ গঙ্গাদূষণ রোধে পুকুরে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত, রাজ্যের দূষণ নিয়ন্ত্রক বোর্ডের

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। কলকাতা থেকে ৩৫০ কিমি দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে এটি। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপটি’’। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে, ‘‘নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ ও কাল হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুনঃ পেঁয়াজের দাম কমাতে শিথিল আমদানি নিয়ম

আজ দুই ২৪ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তমীতে দুই ২৪ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে’’।

নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলা মূলত পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। কলকাতা, হাওড়া, হুগলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি। সেই কারণে ২২-২৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here