ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
সোমবার হঠাৎ মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশের ধর্মশালা সহ বেশ কয়েকটি অঞ্চল। এই হড়পা বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন স্থানীয় বাসিন্দারা। আটকে পড়েছেন অনেক পর্যটক। জলের তোড়ে বাড়ি ভেঙে পড়েছে, ভেসে গিয়েছে গাড়িও।

ধর্মশালার ভাগসু নাগ, বিখ্যাত পর্যটন কেন্দ্র । সেখানকার রাস্তা নদীর রূপ নিয়েছে। রাস্তার উপর দিয়ে প্রবল বেগে জল বয়ে যাচ্ছে।
#WATCH Flash flood in Bhagsu Nag, Dharamshala due to heavy rainfall. #HimachalPradesh
(Video credit: SHO Mcleodganj Vipin Chaudhary) pic.twitter.com/SaFjg1MTl4— ANI (@ANI) July 12, 2021
ধর্মশালা থেকে ৫৮ কিলোমিটার দূরে কাংড়া জেলায় প্রবল মেঘভাঙা বৃষ্টির ফলেই এই হড়পা বান দেখা দিয়েছে। কাংড়া ছাড়াও বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সিমলায় ধ্বস নেমে বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বেজোসের আগেই মহাকাশে পা আরেক বিলিয়নেয়ার রিচার্ড ব্র্যানসনের, জানালেন মহাশূন্যের অভিজ্ঞতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584