মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মাত্র সাতদিন আগেই পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমপান। কলকাতা সহ বিভিন্ন জেলা তছনছ করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। বিধ্বস্ত এলাকাগুলির দগদগে ক্ষত এখনও সারেনি। কোথাও জল নেই, আবার কোথাও বিদ্যুৎ নেই। এরই মধ্যে ফের রাজ্যজুড়ে শুরু হল ঝড়বৃষ্টি। বুধবার সন্ধ্যায় প্রবল বেগে বইতে থাকে হাওয়া। ভারি থেকে মাঝারি বৃষ্টিও হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে।

বুধবার সকাল থেকে রাজ্যজুড়ে রোদের দেখা পাওয়া গিয়েছিল। বিকেল থেকেই আকাশের মুখ ভার। মেঘের দল এসে জড়ো হয়েছিল। সঙ্গে ছিল হাওয়ার দাপট। সন্ধ্যায় যে ঝড়বৃষ্টি হবে, তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের সেই পূর্বাভাসই সত্যি হল।
আরও পড়ুনঃ শুরু হল সরকারি বাস পরিষেবা
সন্ধে ৬টা থেকে প্রবল ঝড়বৃষ্টি শুরু হল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। উত্তরবঙ্গের অবস্থাও প্রায় একইরকম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584