সকাল থেকেই লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জের বিভিন্ন এলাকা

0
68

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

কালবৈশাখীর আলো আধারি খেলার দাপটের জেরে ভারী বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। একইভাবে মঙ্গলবার সকাল থেকেও ভারী বৃষ্টিতে রায়গঞ্জ শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যার মধ্যে রয়েছে রায়গঞ্জ শহরের উকিলপাড়া, বীরনগর, মিলনপাড়া, সুদর্শনপুর, কাশিবাটির সব এলাকাই।

Heavy Rain | newsfront.co
জলমগ্ন এলাকা। নিজস্ব চিত্র

শুধু তাই নয়, জমা জল বের করার কোন উপায় না থাকায়, অধিকাংশ বাড়িতেই জল ঢুকেছে।তবে পুরসভা সূত্রে জানা গিয়েছে, জমে যাওয়া জল নিষ্কাশনের উপায় করা হচ্ছে।

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে করোনা মডেল গাড়ি নিয়ে সচেতনতার প্রচার

এর পাশাপাশি রায়গঞ্জ পুরসভার সমস্ত কাউন্সিলররা জমে থাকা জল থেকে শহরবাসীকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এদিন বৃষ্টি হয়েছে ইটাহার, করনদিঘি, কালিয়াগঞ্জ, ডালখোলা, ইসলামপুর এলাকাতেও। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে রায়গঞ্জ শহরের জনজীবন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here