নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে রাজধানী। এক নাগাড়ে ভারী বৃষ্টি হওয়ায় দিল্লি ও সংলগ্ন এলাকার অবস্থা সংকটজনক। এরইমধ্যে মধ্য দিল্লির মিন্টো ব্রিজের আন্ডারপাসে জল জমে যায়। এবার সেখান থেকেই উদ্ধার হল এক বৃদ্ধের দেহ। আন্ডারপাসে গাড়ি ঘোরাতে গিয়ে ওই বৃদ্ধ জলে ডুবে মারা গিয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার (বরাখাম্বা রোড) রাজেন্দর সিং জানান, সকাল ১০ টায় আন্ডারপাস থেকে এক বৃদ্ধের দেহ পাওয়া গেছে। তিনি বলেন, ‘নয়াদিল্লি স্টেশন থেকে কনট প্লেসের দিকে টাটা এস টেম্পো চালিয়ে যাচ্ছিলেন কুন্দন নামে ওই ব্যক্তি। সেই সময়ই হয়তো তিনি জলে ডুবে গেছিলেন।’
আরও পড়ুনঃ বানভাসী কাজিরাঙা, একশৃঙ্গ গণ্ডার-সহ প্রায় ৯৬টি বন্যপ্রাণীর মৃত্যু
ওই বৃদ্ধের মৃতদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছে, এদিন সেই আন্ডারপাসেই দিল্লি পরিবহন নিগমের একটি বাসও প্রায় জলের তলায় চলে গেছিল। বাসের কিছুটা অংশ জলের উপরে ছিল। বাকিটা জলের নীচে ছিল। দুটি অটোও সেখানে আটকে ছিল। সেখান থেকে দমকল কর্মীরা বাসের চালক, কন্ডাক্টর এবং এক অটো চালককে উদ্ধার করেন বলে জানা গেছে।
পরে দুপুর একটা নাগাদ কেজরিওয়াল জানান, এখন মিন্টো ব্রিজের আন্ডারপাসের জল নেমে গেছে। একইসাথে জানা যায়, আন্নানগরের বস্তি এলাকায় খালের ধারের একটি বাড়ি ভেঙে পড়ে। যদিও তাতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584