নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
চলতে থাকা টানা কয়েকদিনের বৃষ্টির ফলে মুর্শিদাবাদের ভগবানগোলার ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন রেল কলোনির ভাঙন পাড়া এলাকায় জলমগ্ন পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে রয়েছেন প্রায় ৩৫ টি পরিবারের শতাধিক মানুষ। অথচ স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে কোন ব্যবস্থা না নেওয়ায় চরম সমস্যার মধ্যে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের বলে অভিযোগ।
আরও পড়ুনঃ লকডাউন অমান্য করায় ২৫৪ জনকে গ্রেফতার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের
নিত্যদিন এলাকায় জমে থাকা হাঁটু পর্যন্ত জল পেরিয়ে ছোট থেকে বড় সকলকে যেমন যাতায়াত করতে হচ্ছে, তেমনি রাতবিরেতে মুমূর্ষু রোগীকে চরম বিপজ্জনকভাবে ওই জলের মধ্যে দিয়েই হাসপাতালে পৌঁছতে হচ্ছে। ফলে এলাকায় সাপ খোপের উপদ্রব যেমন বাড়ছে, পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চলেছে জলবাহিত মশার লার্ভাও। এই করুণ অবস্থা থেকে রেল কলোনি ভাঙন পাড়ার বাসিন্দারা কবে মুক্তি পান সেটাই এখন দেখার!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584