মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:
ফের জোড়া নিম্নচাপের জের। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী রবি এবং সোমবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। বইতে পারে ঝোড়ো হাওয়াও। তাই আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে বঙ্গোপসাগর ও আরব সাগরে দু’টি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটি ক্রমশ দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে। যার কারণে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।
আরও পড়ুনঃ দশমীর দিন বাংলায় কিছুটা নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা, কমল মৃত্যুও
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584