Weather Update: নিম্নচাপের জেরে উত্তাল দীঘার সমুদ্র, রাতভর বৃষ্টিতে জলমগ্ন হলদিয়া

0
57

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবেই অবিরাম বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবার রাত থেকেই পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাতেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি। ইতিমধ্যে কলকাতার একাধিক জায়গাও জলমগ্ন হয়ে পড়েছে।

Digha weather
ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস

আজ বুধবার কলকাতা-সহ একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপের জেরে গত ২৪ ঘণ্টায় শুধু হলদিয়াতেই বৃষ্টি হয়েছে ২১৬ মিলিমিটার (মিমি)। কাঁথিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০৩ মিমি।

নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তাই উপকূলবর্তী এলাকাগুলিতে আগে থেকেই সতর্কতা জারি করেছিল প্রশাসন। দীঘার সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না কাউকে। পর্যটকদের ভিড় এড়াতে হোটেলগুলি খালি করার নির্দেশও আগেই দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের তরফে। প্রশাসনের নির্দেশ মতো কড়া নিরাপত্তায় ঘেরা রয়েছে দীঘার সমুদ্র উপকূল।

আরও পড়ুনঃ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী কোভিড বিধি বাড়াল কেন্দ্র

নিম্নচাপের কারণে আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফ থেকে বুধবার লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে জারি রয়েছে হলুদ সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনায়।

আরও পড়ুনঃ টানা বৃষ্টির মধ্যে ভোররাতে কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের ফলে বুধবার সারা দিনই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় চলবে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার জেরে দিঘার সমুদ্রও উত্তাল থাকবে। সেজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here