নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দিনভর বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। কখনো ঝমঝমিয়ে ফৃষ্টি আবার কখনো দমকা হওয়া। বঙ্গোপসাগরের নিম্নচাপে সৌজন্যে বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় সারাদিন বৃষ্টি হবে। তবে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাওয়ায় রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তর বঙ্গোসাগরে নিম্নচাপের জেরে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। ফলে সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। বুধবারও সেই ধারাপাত চলছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বুধবার সারাদিন বৃষ্টি চলবে।
আজ কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ রাজভবনে ভূমিপুজো উদযাপন, রাজ্যের সাংবিধানিক প্রধানের ভূমিকা ঘিরে উঠছে প্রশ্ন
নিম্নচাপের জেরে ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা, দুই দিনাজপুরেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত জুলাইয়ে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হয়নি।আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, নিম্নচাপের সৌজন্য কিছুটা সক্রিয় হয়েছে বর্ষা। যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সেই পরিমাণ বৃষ্টি এবছর দক্ষিণবঙ্গে হয়নি। ফলে স্বভাবতই বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। আগামি কয়েকদিনে দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হবে তাতে বৃষ্টির ঘাটতি মিটবে। বর্ষার আমেজ পাওয়া যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584