শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
গোটা বাংলা জুড়ে শীতের দাপট ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যে তাপমাত্রা প্রায় ১৮° নীচে নেমে গেছে। তবে সবকিছু ছাপিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে গোটা বাংলা জুড়ে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বয়ান অনুযায়ী, থাইল্যান্ডে তৈরি হওয়া এই নিম্নচাপ চলতি সপ্তাহেই আছড়ে পড়বে বঙ্গোপসাগরে।
সৌদি আরবের আবহাওয়া দফতর এর নাম দিয়েছে ‘জাওয়াদ’। বাংলায় যে কথার অর্থ উদার বা মহান। তবে জানা নেই, বাংলায় এই ঘূর্ণিঝড় উদারতা প্রকাশ করবে কিনা? আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বর মাসের শুরুর দিক থেকেই দিনের তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে এই নিম্নচাপের ফলে। শুক্রবার থেকে আকাশে মেঘের দেখা মিলবে এবং শনিবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যায়। শনিবার সকালে এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়বে। তার প্রভাবে বাংলায় বৃষ্টির প্রভাব বাড়বে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম এবং মালদায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। হাওয়া প্রায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।
আরও পড়ুনঃ করোনা টিকার দ্বিতীয় ডোজ না নিলে এবার পড়তে হতে পারে আইনি ঝামেলায়
ইতিমধ্যে উপকূল এলাকাগুলোতে সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবারের মধ্যে কেটে নিতে বলা হয়েছে ক্ষেতের পাকা ফসল ধান। যারা আলু ও সরষে সহ অন্যান্য ফসল লাগিয়েছেন তাদের জমি থেকে জল নিকাশি নর্দমা করতে বলা হয়েছে। পাশাপাশি মাঝিদের ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584