মোহনা বিশ্বাস, কলকাতাঃ
পূর্বাভাস ছিলই। এবার আলিপুর আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস একেবারে মিলে গেল। রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সোমবারও দক্ষিণবঙ্গজুড়ে সকাল থেকে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে পুজোর পরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও জলযন্ত্রণার সম্ভাবনা তৈরি হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। কলকাতার পাশাপাশি উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুনঃ রাজ্যে পজিটিভিটি রেট ২.৩০ শতাংশ, একদিনে মৃত্যু ১৪ জনের
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫.৭ মিলিমিটার। যার কারণে শহরের রাস্তায় জল জমারও একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রবল বর্ষণে নিচু জায়গাগুলিতেও জল জমতে পারে। ফলে জলযন্ত্রণায় ভুগতে হতে পারে শহরবাসীকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584