নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা, সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়েছে। শুক্র ও শনিবার রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস, ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার ও অলিপুরদুয়ারে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পঙ, দার্জিলিং, মালদা ও দুই দিনাজপুরে। দক্ষিণ বঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও নদীয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে ইতিমধ্যেই চলছে প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে গিয়ে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুনঃ নাগাল্যান্ড আরও ৬ মাসের জন্য ‘উপদ্রুত এলাকা’ ঘোষিত, মেয়াদ বৃদ্ধি ‘আফস্পা’র
উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে বৃষ্টি না হলে বাড়ছে জলীয় বাষ্প এবং তার ফলেই আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুনঃ ৭ দিনের মধ্যে সরাতে হবে যাবতীয় পর্নোগ্রাফিক কন্টেন্ট, টুইটারকে কড়া বার্তা জাতীয় মহিলা কমিশনের
শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারেও। অসম ও মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানায় প্রবল তাপপ্রবাহের আশংকা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে পাকিস্তান থেকে আসা শুষ্ক মৌসুমী বায়ুর কারণে এই তাপপ্রবাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584