নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিগত দু’সপ্তাহ ধরেই লাগাতার বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি। যার জেরে ইতিমধ্যেই উত্তরের বিভিন্ন নদীর জলস্তর বেড়ে আশঙ্কার সৃষ্টি করেছে। পাহাড়ের বহু জায়গায় ধস নেমেছে। এই পরিস্থিতির মধ্যেই আরও ২ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, বুধবার সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে।
এছাড়াও, বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত থাকায়, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সমদ্রপৃষ্ঠ থেকে উঠে আসছে। এর ফলে উত্তরবঙ্গের জেলা, বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি লাল সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ করোনায় মৃত্যু সেনকো গোল্ডের কর্ণধার শংকর সেনের
পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। শুক্রবারেও দার্জিলিং শহর-সংলগ্ন পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শনিবার থেকে কিছুটা হলেও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও।
আরও পড়ুনঃ ছায়া মহামারি রোধে সিট গঠন হাইকোর্টের
অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দু’ এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই আদ্রতাজনিত অস্বস্তিতে ভুগবে দক্ষিণবঙ্গবাসীরা। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৩৮.৮ মিমি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584