শ্যামল রায়,পূর্বস্থলীঃ
কেরলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক মুখ পূর্বস্থলী১ ব্লকের শ্রীরামপুর গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
শ্রীরামপুর সর্বজয়া মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের তরফ থেকে মানবিক একটি উদ্যোগ প্রশংসার দাবি রাখলো এলাকাতে।
পূর্বস্থলী১ নম্বর পঞ্চায়েত সমিতির নজরুল মঞ্চে কেরলে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ান একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ দিলীপ মল্লিক সহ একাধিক বিশিষ্টজনেরা।দিলীপ মল্লিক জানিয়েছেন যে ৪১৫ টি স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা ৪৩ হাজার ৬০০ টাকার একটি চেক মন্ত্রী স্বপন দেবনাথের হাতে তুলে দেন স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা।এই অর্থ কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়া হবে।মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের এই ধরনের মানবিক মুখকে প্রশংসা করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ।
আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে শালবনিতে সমাবেশ তৃণমূলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584