নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে মন্দির, মসজিদ সব বন্ধ ছিল। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সেগুলি খুলে যাচ্ছে। তাই ইসলামপুর পুলিশের সহযোগিতায় দমকলের মাধ্যমে দুটি গ্রাম পঞ্চায়েতকে নিজস্ব উদ্যোগে জীবাণুমুক্ত করলেন তৃনমুল কংগ্রেস নেতা জাভেদ আখতার। জাভেদ বাবু সমাজকর্মী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি ফরহাদ বানুর স্বামী।

মঙ্গলবার এলাকা জীবাণুমুক্ত করার সময় তিনি জানান, গাইসাল এক ও গুঞ্জরিয়া এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার যেখানে যেখানে করোনা পজিটিভ রোগীর হদিশ মিলেছিল।
আরও পড়ুনঃ বঙ্গে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে ভার্চ্যুয়াল সভা দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর
তাই সেই সমস্ত এলাকা তারা জীবাণুমুক্ত করেছেন। ধর্মস্থানে পুজো দেওয়ার জন্য কিংবা নমাজ পড়ার জন্য অনেক মানুষই আসবেন। তাই তার আগে ওই এলাকাগুলো সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে দেওয়া হল।’ এ ছাড়াও ওই দুটি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত জায়গায় জমায়েত বেশি হয়, সেই জায়গা গুলো এদিন পুলিশ জেলার সহযোগিতায় জীবাণুমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584