করোনা সংকট কাটাতে রিলিফ ফান্ডে সাহায্য নবদ্বীপ বলদেব মন্দিরের গুরুদেবের

0
82

শ্যামল রায়, নবদ্বীপঃ

রবিবার ছিল লকডাউনের সপ্তম দিন। ইতিমধ্যে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মানুষ গৃহবন্দী। প্রয়োজন ছাড়া কোনো মানুষ ঘর থেকে বের হচ্ছেনা, সমস্ত রাস্তাঘাট জনশূন্য। সরকারের রিলিফ ফান্ডে নবদ্বীপ পৌরসভা এলাকার মন্দিরের গুরুদেব প্রভু কিশোর গোস্বামী মহারাজ  ৫০ হাজার  টাকা দান করলেন। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার হাতে এই চেকটি   তুলে দেন তিনি।

corona | newsfront.co
নিজস্ব চিত্র

চৈতন্য ভূমি নবদ্বীপ বলদেব মন্দিরের ঐতিহ্য এবং পরিচিতি সারা বিশ্ব জুড়ে রয়েছে। প্রচুর ভক্ত ভারতবর্ষে ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসেন জানিয়ে দিলেন প্রভু কিশোর গোস্বামী। তিনি জানান করোনাভাইরাস অতি ভয়ঙ্কর, এর হাত থেকে আমাদের সকলকে রেহাই পেতে হবে এবং লকডাউন মেনে চলতে হবে। আমার মন্দিরের ভক্তদের তরফ থেকে করোনা ভাইরাস আক্রান্তদের পাশে দাঁড়ানো এবং অসহায় গরীব মানুষের কল্যাণার্থে রিলিফ ফান্ডে আমরা এই সামান্যতম অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়ালাম। ভবিষ্যতে আরো কিছু করা যায় কিনা তা চিন্তা ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ শালবনীতে সচেতনতা জনপ্রতিনিধিদের

চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানিয়েছেন যে ইতিমধ্যে নবদ্বীপের বিভিন্ন জনবহুল বাজারগুলো শহরের খোলা জায়গায় সবজি বাজার বসানোর ব্যবস্থা করেছি। নবদ্বীপ হিন্দি স্কুলে উঠে এসেছে আগমেশ্বরী পাড়া বাজার। শহরের প্রাণকেন্দ্র গোস্বামী বাজার উঠেছে নব মিলন সংঘ অর্থাৎ ট্রান্সফার ময়দানে। আমরা বারবার পুরসভার তরফ থেকে মাইক দিয়ে প্রচার করেছি কোন মানুষ যাতে জমায়েত হয়ে কেনাবেচা না করেন। সবাই দূরত্ব বজায় রাখে এবং সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে বেরোয়। আর অধিকাংশ সময় ঘরে থাকার আবেদন জানিয়েছি। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে নবদ্বীপের প্রভু কিশোর গোস্বামী যে সামান্যতম অর্থও আমাদের রিলিফ ফান্ডে দান করেছেন এটা অনেক বড় হৃদয়ের কথা, তাকে অসংখ্য ধন্যবাদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here