নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
যশোডাঙ্গা নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণীর ৩৩ জন ছাত্র-ছাত্রীকে আর্থিক সাহায্য সহ স্কুল সরঞ্জাম দিলেন স্থানীয় বাসিন্দা মাখন চন্দ্র রায়। গত তিন বছর যাবত মাখন বাবু যশোডাঙ্গা নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে এই আর্থিক সাহায্য সহ স্কুল সরঞ্জাম দিয়ে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন তিনি এই ভাবেই তাদের পাশে থাকবেন।
আরও পড়ুনঃনির্মাণ শ্রমিকদের সিএএ বিরোধী মিছিল
উল্লেখ করার বিষয় মাখন বাবুর বাবা প্রয়াত যতীন্দ্রনাথ রায় এই স্কুলের ভূমি দাতা ফলে বাবার নাম রাখতেই তার এমন প্রয়াস। মাখন বাবু বলেন পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে ২৪০ টাকা করে লাগে। আজ আমি তাদের প্রত্যেকের হাতে ২৪০ টাকা নগদ এবং একটি স্কুল ব্যাগ তুলে দিলাম। স্কুলের প্রধান শিক্ষক সীতানাথ সরকার বলেন মাখন বাবুর এমন প্রয়াসকে ধন্যবাদ জানাতেই হয়। জনৈক অভিভাবিকা বলেন খুব ভালো লাগলো আমাদের সন্তানেরা স্কুল থেকে যাবার সময় একটা ভালো উপহার পেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584