জন্মদিনে ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে চুল দান

0
374

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

জন্মদিনে স্বেচ্ছায় নিজের ১৫ ইঞ্চির লম্বা বেণী কেটে ফেলে দৃষ্টান্তমূলক নজির স্থাপন করল ২৩ বছরের স্নেহা সাহা মন্ডল।কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ এর বাসিন্দা স্নেহা সাহা মন্ডল।স্নাতকোত্তর পাশ করে এখন চাকরির জন্য কোচিং নিচ্ছে।

স্নেহা সাহা মন্ডল । নিজস্ব চিত্র

বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর হেয়ার ডোনেট এর ব্যাপারে জানতে পেরেছিল স্নেহা। কেমোথেরাপিতে মাথা ন্যাড়া হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে কান্সার রোগীরা।স্নেহা বলে,’আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি ক্যান্সারের কারণে সাংঘাতিক ডিপ্রেশনে ভুগতে হয় কান্সার আক্রান্ত রোগীদের।

কাটা চুলের বেণী।নিজস্ব চিত্র

তাদের মাথার সমস্ত চুল পড়ে যাওয়ায় তাঁদের মধ্যে মারাত্মক ইনফিরিওরিটি কমপ্লেক্স কাজ করে।এই ব্যাপার টা আমার মন ছুঁয়ে যায়।আমি ঠিক করি ওই কান্সার আক্রান্ত রোগীদের আমার চুল দান করব।

নিজস্ব চিত্র

তাই আমি চেন্নাই এর এক সেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করে আমি চুল দান করার সিদ্ধান্ত নেই।আমার এই সিদ্ধান্ত আমি আমার দিদি সঙ্গীতা গুহ রায় কে জানাই ।

আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্ত প্রাক্তন ফুটবলারের সাহায্যার্থে প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন

নিজস্ব চিত্র

সঙ্গীতা দি আমার সিদ্ধান্তে খুশি হয় অবশেষে ২৮ তারিখ রবিবার সন্ধ্যায় আমার জন্মদিনের দিনই আমি আমার চুল কান্সার আক্রান্তদের দান করার উদ্দ্যেশ্য কেটে ফেলি।আমি আমার এই চুল সোমবার চেন্নাই এর লক্ষীপূরাম এ হেয়ার ক্রাউন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে পাঠাব।তারা সেই চুল কান্সার রোগীদের দান করবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here