গুপ্তধনের সন্ধান মধ্যপ্রদেশে

0
84

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গুপ্তধনের সন্ধানে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে নদীর পাড়ে গুপ্তধনের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি করছেন মধ্যপ্রদেশের রাজগড় জেলার বাসিন্দারা। আর সেই আশাতেই নিরন্তর খোঁড়াখুঁড়ি চলছে পার্বতী নদীর তট।

Madhyapradesh hidden treasure | newsfront.co
গুপ্তধনের সন্ধান

স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি এই অঞ্চল থেকেই মৎস্যজীবীরা বেশ কিছু ঐতিহাসিক মুদ্রা খুঁজে পেয়েছেন। আর সেই কথা বিদ্যুতের গতিতে গ্রামের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়তেই রাতারাতি সম্পদলাভের আশায় এখন শিবপুরা এবং গরুড়পুরা গ্রামে বাসিন্দারা ভোপালের ১৪০ কিমি দূরের পার্বতী নদীর নিকটবর্তী তট জুড়ে দিন-রাত খোঁড়াখুঁড়ি চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন। কারণ, গুপ্তধনের সন্ধানে নেমে গ্রামবাসীরা আপাতত নদীর ধারেই তাঁবু ফেলেছেন। করোনাকালে যা স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকি ডেকে আনতে পারে। এছাড়া গণউত্তেজনার বিষয়টি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হবে তার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুনঃ অর্ধশত বছরের রেকর্ড ভেঙে স্পেনে ভয়াবহ তুষার ঝড়, জারি রেড অ্যালার্ট

রাজগড়ের পুলিস সুপারিনটেনডেন্ট প্রদীপ শর্মা জানিয়েছেন, ওই এলাকায় পুলিস নিয়মিত নজরদারি চালাচ্ছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, মৎস্যজীবীরা যে মুদ্রা তা পেয়েছিল ব্রোঞ্জের ছিল। কিন্তু কোনো কিছুতই কর্ণপাত করতে রাজি নন গ্রামবাসীরা। তাই অসীম আগ্রহের সঙ্গে গুপ্তধনের সন্ধান চালাচ্ছেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here