করোনা ভাইরাসের জের, সতর্কতা মহানগরী জুড়ে

0
76

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ধীরে ধীরে করোনা আতঙ্ক যেন গ্রাস করছে শহরকে। স্কুল কলেজ বন্ধের নির্দেশ তো জারি হয়েইছিল, এবার করোনা ভাইরাস-আতঙ্কে ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ ইন্ডিয়ান মিউজিয়াম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম। তবে বন্ধ না হলেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়।

notice | newsfront.co
নিজস্ব চিত্র

হালকা ঠান্ডা আবহাওয়ায় ছুটির দিনগুলিতে সাধারণত, ভিড় থাকে এই জায়গাগুলিতে। স্থানীয় মানুষ থেকে দেশী-বিদেশি পর্যটক, সকলেই ভিড় করেন এই জায়গাগুলিতে। এখন করোনা-আতঙ্কে শহরের দ্রষ্টব্য স্থানগুলি বন্ধ থাকায় শহরের পর্যটন মার খাবে বলেই মনে করা হচ্ছে।

museum | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ভিসা না পাওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না দুই কবি

কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অন্যদিকে বন্ধ না হলেও, বর্তমান পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়।

corona panic | newsfront.co
নিজস্ব চিত্র

সেন্ট্রাল জু অথরিটির করোনা-সতর্কবার্তার পর আলিপুর চিড়িয়াখানায় তা মেনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন, চিড়িয়াখানার প্রত্যেক কর্মীকে মাস্ক এবং গ্লাভস দেওয়া হয়েছে, সংক্রমণ রুখতে চিড়িয়াখানায় আসা গাড়িগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে।

corona notice | newsfront.co
নিজস্ব চিত্র

বেলুড় মঠেও জারি করা হল নির্দেশিকা। ১৪ এপ্রিল পর্যন্ত বেলুড়মঠে বন্ধ করে রাখা হবে প্রসাদ বিতরণ। এমনকি স্থগিত রাখা হল বেলুড়ের নরনারায়ণ সেবা। বেলুড় মঠে মন্দিরের ভিতরেও বসতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ রাজারহাটে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম ‘কোয়ারেন্টাইন সেন্টার’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সতর্কতা হিসাবে এবার বেলুড় মঠে’র প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ রাখল মঠ কর্তৃপক্ষ। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। তবে সেখানে করোনার কোনও উল্লেখ নেই।

কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনরায় না জানানো পর্যন্ত ভক্তগণ কর্তৃক প্রেসিডেন্ট মহারাজের প্রণাম আপাতত বন্ধ থাকবে। এছাড়াও মন্ত্রদীক্ষা সম্বন্ধে ভক্তগণকে অনুরোধ করা হচ্ছে তারা ১৪ এপ্রিলের পর নিজে উপস্থিত হয়ে অথবা টেলিফোনে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করেন।

ভক্তদের উদ্দেশ্যেই বেলুড় মঠের তরফে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি। তবে করোনা সতর্কতা হিসাবেই বেলুড় মঠ পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here