উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

0
52

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

লাগাতার বৃষ্টির জেরে বানভাসী উত্তরবঙ্গ। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। তার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলে দিনভর আকাশ মেঘলা এবং দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।

Massive rain | newsfront.co
ছবিঃ প্রতীকী

গত শুক্রবার থেকে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের সমস্ত নদীর জলস্তর উল্লেখজনক ভাবে বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জল বেড়েছে উত্তরবঙ্গের তোর্সা ও কালজানি নদীতে। তার জেরে সমগ্র নিকাশি পরিকাঠামো ভেঙে পড়তে পারে বলে জানিয়েছে সেচ দফতর। আগামী ১৫ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ কাজ করতে চেয়েছিলাম, কিন্তু করতে দেওয়া হয়নি, খোদ দলের বিরুদ্ধেই বিস্ফোরক রাজীব

অন্যদিকে, একটানা বৃষ্টির জেরে জল বাড়ায় গজলডোবায় তিস্তার অসংরক্ষিত এলাকায় রবিবার লাল সংকেত জারি হয়েছিল। হলুদ সংকেত জারি হয়েছিল সংরক্ষিত এলাকায়। পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার তা তুলে নেওয়া হল। জলঢাকার অসংরক্ষিত এলাকায় জারি হওয়া হলুদ সংকেতও তুলে নেওয়া হয়েছে। তবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে জলপাইগুড়ি শহরের তিনটি ওয়ার্ড।

আরও পড়ুনঃ বেসরকারি স্কুলগুলির ফি সমস্যায় আমাকে চুপ থাকতে বলা হয়েছে, ফের বিস্ফোরক সাধন

সোমবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৫.৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here