পুলিশকেই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য বিচারপতির

0
221

নিউজফ্রন্ট ব‍্যুরোঃ-

পুলিশই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

সেতু ভাঙা, স্বাস্থ্য দুর্নীতি সহ রাজ্যের বেশ কিছু ঘটনা নিয়ে অনেকদিন আগে থেকেই পুলিশ প্রশাসনকে তীব্র ভর্ৎসনা শুনতে হয়েছে কোর্টের এর কাছ থেকে। এটা তার নবতম সংযোজন। পুলিশি তদন্ত সংক্রান্ত এক মামলার শুনানির সময় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পুলিশ প্রশাসনের উপর তীব্র বিরক্ত হয়ে জিজ্ঞাসা করেন-‘একে কি প্রশাসন বলে?’ ভোটে জেতার পর রাজনৈতিক দলগুলোর কোন দায়বদ্ধতা থাকছে না। নৈতিকতা বলে আর কোন জিনিস অবশিষ্ট নেই।

মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এক ডায়াগনস্টিক সেন্টারের পূর্ব কর্ণধার এই মর্মে হাইকোর্টে মামলা করেন যে তিনি ঐ ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে আর যুক্ত না থাকলেও তার সই নকল করে লাইসেন্স পুনর্নবীকরণ করে নেওয়া হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি ‌। এই বিষয়ে সরকারি আইনজীবী সরকারকের হয়ে হলফনামা দেওয়ার সুযোগ চাইলে বিচারপতি সরাসরি নাকচ করে দিয়ে জেলা পুলিশ সুপার ও ওসিকে জাল সই সংক্রান্ত বিষয়ে ৩ই অক্টোবরের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here