সিএএ বিরোধী বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের

0
57

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

রাজ্য সরকারেরকে সিএএ সম্পর্কিত বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তরফে দুটি বিজ্ঞাপনের মধ্যে একটি সরিয়ে নিলেও আরেকটি এখনও বহাল তবিয়তে রয়েছে।

high court order to close the advertisment of anti caa | newsfront.co
কলকাতা হাইকোর্ট। চিত্র সৌজন্যঃ টেলিগ্রাফ ইন্ডিয়া

সোমবার হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারল কিশোর দত্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানান, সিএএ-এনআরসি নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞাপন ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে অ্যাডভোকেট জেনারলের বয়ানের বিরোধিতা করে মামলাকারীর আইনজীবীরা জানান, এখনও পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়ার পেজে রাজ্য সরকারের তরফে জনস্বার্থে প্রচারিত বিজ্ঞাপন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ এনআরসি-সিএএ-র বিরুদ্ধে তৃণমূলের মিছিল মাথাভাঙায়

এনআরসি-সিএএ-র বিরোধিতায় রাজ্যের বিভিন্ন জেলাতে ক্ষয়ক্ষতির যে পরিমাণ দেখা গিয়েছে, তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করা হয়েছিল।

ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার দরুণও পৃথক পৃথক অভিযোগ জমা পড়েছিল হাইকোর্টে। এই সমস্ত মামলাগুলি ডিভিশন বেঞ্চ এ দিন শোনার পর রাজ্যকে নোটিশ দেয়, পরবর্তী মামলার শুনানি ৯ জানুয়ারির আগে সিএএ-এনআরসি সংক্রান্ত কোনও বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

আরও পড়ুনঃ ঝাড়খন্ডে পরাজিত রঘুবর দাস

এ দিন রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অ্যাডভোকেট জেনারল প্রধান বিচারপতির উদ্দেশ্যে ইতিবাচক মন্তব্য করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here