শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা লকডাউনের মধ্যে দীর্ঘদিন ঘরবন্দি থাকতে থাকতে এমনিতেই বৃদ্ধি পেয়েছে বিশেষ কিছু অপরাধ প্রবণতা। এবার লকডাউনের সময়ে রাজ্যে বাল্যবিবাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্য সরকারের অধীনস্থ অন্তত তিনটি দফতরের রিপোর্ট একথা জানিয়েছে কলকাতা হাইকোর্টকে।
শিশুসুরক্ষা হোমের বাসিন্দাদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ সংক্রান্ত হাইকোর্টের স্বতঃপ্রণোদিত একটি মামলায় এমন তথ্য পেশ করা হলে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছে প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। কি কারণে এই বাল্যবিবাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা প্রতিটি জেলার পুলিশ সুপারকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, বাল্য বিবাহ অর্থাৎ মেয়েদের ১৮ বছর না হলে বিয়ে দেওয়া ভারতীয় আইনে দণ্ডনীয় অপরাধ। তবে সেই আইনকে বুড়ো আঙুল দিয়ে সারা দেশের মত পশ্চিমবঙ্গে এখনও চলছে বাল্যবিবাহ। লকডাউনের কারণে তা আরও বৃদ্ধি পেয়েছে বলেই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, শিশুপাচারের কারণেও এমনটা ঘটে থাকতে পারে। এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজ্যের সমস্ত জেলার এসপিদের দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দেগঙ্গা বিডিও অফিসে বিক্ষোভের ঘটনায় জামিন অভিযুক্তদের, জয়োল্লাস আদালত চত্বরে
রাজ্যের পকসো আদালতগুলি জানিয়েছে, অত্যাচারিত শিশুদের দেরিতে আদালতে হাজির করা হচ্ছে। সময়ে তাদের জবানবন্দি নেওয়ার ব্যাপারে অধিকাংশ তদন্তকারী অফিসার গাফিলতি করছেন।কোচবিহারের পুলিশ সুপার ২২ জুন তার রিপোর্টে জানান, ৪০টি শিশু উদ্ধার হলেও একটিও এফআইআর হয়নি।
তারই প্রেক্ষিতে ক্ষুব্ধ বেঞ্চ ১ জানুয়ারি থেকে ২২ জুনের আগে পর্যন্ত এমন সব মামলায় পুলিশ কী পদক্ষেপ করেছে, তা রিপোর্ট আকারে জমা দিতে বলেছে। এতেই তথ্য উঠে এসেছে, রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের ৭৫টি শিশু কোভিড-১৯ আক্রান্ত। অ্যাসিম্পটোম্যাটিক আরও ৪৩টি শিশু রোগাক্রান্ত বলে পরীক্ষায় ধরা পড়েছিল।
আরও পড়ুনঃ করোনা সচেতনতায় মানিকচকে পুলিশদের নিয়ে আলোচনা সভা
নাবালিকা পাচার ও বাল্যবিবাহের প্রবণতা বেশী দেখা যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায়। সম্প্রতি উত্তর ২৪ পরগনা থেকে পাচার হওয়া ওই নাবালিকাকে উদ্ধার করা হয় মহারাষ্ট্র পুলিশের উদ্যোগে। এই ঘটনা নিয়ে বাগদা থানার পদক্ষেপ সম্পর্কে সমস্ত রিপত ছেয়েছে কলকাতা হাইকোর্ট। বাল্যবিবাহের মত এই জঘন্য অপরাধ বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
অল্প বয়েসে মেয়েদের বিয়ে না দিয়ে পড়াশোনা করানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। যেখানে বলা হয়েছে, অবিবাহিত ১৮ বছর বয়েসি মেয়েদের দেওয়া হবে ২৫ হাজার টাকা। কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর বাল্যবিবাহের প্রবণতা কিছু কমলেও লকডাউনের জেরে আচমকা তা বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে রাজ্য প্রশাসনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584