সার্ভিস কমিশনকে সিলেকশন প্রক্রিয়া চালানোর নির্দেশ হাইকোর্টের

0
32368

আনিসুর রহমান, কোলকাতা:

মাদ্রাসা সার্ভিস কমিশনের 6th এস এল এস টি উত্তীর্ণরা এতদিন হতাশায় দিন গুনছিলেন।কারণ রেজাল্ট বের হওয়ার বর্ষপূর্তি সম্পন্ন হয়েছে গত ৫ই সেপ্টেম্বর। তবুও পারসোনালিটি টেস্ট হয়নি।কিন্তু হাইকোর্টের রায়ের পর আর হয়তো হতাশা আর থাকবে না।
কারণ গত ১১ই সেপ্টেম্বর মোঃ জাবিউল্লাহ বনাম পশ্চিমবঙ্গ সরকার কেসের [W. P. No.-30274 (W) of 2016] শুনানির পর বিচারপতি অরিজিৎ ব‍্যানার্জী মাদ্রাসা সার্ভিস কমিসনকে সিলেকসন প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দিলেন।

সেই অর্ডার কপি।

প্রসঙ্গত বিচারপতি তার রায়ে উল্লেখ করেছেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চ ২০১৪ সালে ৩১ মার্চ যে রায় দেয়- তার উপর ভিত্তি করেই মাদ্রাসা সার্ভিস কমিসন 6th এস এল এস টি পরীক্ষা হয়। সুপ্রিমকোর্ট কিন্তু কমিসনের সিলেকসন প্রক্রিয়ার উপর কোন স্হগিতাদেশ দেয়নি।তাই বর্তমান বিচারপতি 6th এস এল এস টি প্রক্রিয়াকে চালিয়ে যাবার নির্দেশ দিলেন বলে মনে হচ্ছে। কিন্তু নিয়োগ করার আগে কমিসনকে কোর্টের অনুমতি নিতে হবে।এই বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনে ফোন করলে নিউজফ্রন্টের প্রতিনিধিকে জানান যে তারা অর্ডার কপি হাতে পেয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

এরফলে কমিসনের আরবী বিষয়ের অসম্পূর্ণ রেজাল্টও প্রকাশ হবে বলেই আশা করা যায়।কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পরীক্ষা নেওয়ারও বাধা কেটে গেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here