আনিসুর রহমান, কোলকাতাঃ-
ডি এ সরকারি কর্মীদের অধিকার বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর সেটা চাওয়ার আধিকারও সরকারি কর্মচারীদের রয়েছে।
একসময়, সরকার পক্ষ থেকে জানানো হয় মহার্ঘ ভাতা চাওয়ার অধিকার রাজ্য সরকারি কর্মীদের নেই। কিন্ত শুক্রবার দুই বিচারপতি দেবাশীষ করগুপ্ত এবং শেখর ববি সারাফের ডিভিশন বেঞ্চ ‘ডি এ সরকারি কর্মীদের অধিকার’ বলে রায় দেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে ডিএ পান, রাজ্য সরকারের কর্মীরাও সেটা দাবি করতে পারেন কি না সেটাও আবার বিচার করে দেখতে হবে স্যাটকে। এমনই নির্দেশ দিয়েছে আদালত।
কেন্দ্র ও অন্য রাজ্যের সরকারি কর্মীদের থেকে কম ডি এ পাওয়া সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করেছে।শুধু তাই নয় এক পর্যায়ে রাজ্যের এজি দাবি করেন ডি এ দিতে সরকার বাধ্য নয়। এ ব্যাপারটি নিয়েই শুরু হয় মামলা। স্যাট রাজ্য সরকারের দাবিকে সমর্থন করে। তখন হাইকোর্টের দ্বারস্থ হয় আইএনটিইউসি অনুমোদিত কর্মী সংগঠন কনফেডারেশন। সেই মামলার রায়ে আজ ধাক্কা খেল রাজ্য।
এই রায় নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি।বিরোধী দলনেতা আবদুল মান্নানের বলেন, ‘‘যাঁরা রাজ্য সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করা জীবের সঙ্গে তুলনা করেছিলেন, এটা তাঁদের পরাজয়।’’
(ফিচার ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584