ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
শুক্রবার কেরালা হাইকোর্টের জাস্টিস সহজি পি. চালি ও জাস্টিস এম.আর. অনিথা’র ডিভিশন বেঞ্চ সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোড আবশ্যিক করার বিরুদ্ধে এক আবেদনে কেন্দ্র সরকারের অবস্থান জানতে চাইল।
জন ড্যানিয়েল নামক সেই আবেদনকারীর বক্তব্য জিপিএস এবং ব্লুটুথ সমন্বিত ‘আরোগ্য সেতু’ অ্যাপটি মোবাইল ফোনে ব্যবহারের মাধ্যমে কভিড১৯ আক্রান্ত রোগীকে নজরদারির মধ্যে রাখা হবে। অ্যাপটি ডাউনলোডের সময় ব্যক্তিগত তথ্য চাইবে এবং ক্লাউড স্পেসে তা সংরক্ষিত রাখবে । লকডাউনের তৃতীয় পর্যায়ে কেন্দ্র সরকার নির্দেশিকায় জানায় যে কোন সংস্থার প্রধান এটা নিশ্চিত করবেন তার অধীনস্থ কর্মচারীদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি যেন থাকে।
আরও পড়ুন:পিএমও দফতরে অসুস্থর পরিসংখ্যান দিয়ে চ্যালেঞ্জ ফ্রান্স হ্যাকারের
আবেদনকারী দাবি কেন্দ্রীয় সরকার এই ফরমান জারির মাধ্যমে দেশবাসীর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। ওই অ্যাপে দেওয়া ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তোলা হয়েছে আবেদনে। তাছাড়াও এতে একজনকে তথ্য দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584