সাংসদদের উপস্থিতিতে রেলের উচ্চপর্যায়ের বৈঠক আলিপুরদুয়ারে

0
70

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

High-level railway meeting at alipurduar | newsfront.co
বৈঠক।নিজস্ব চিত্র

সোমবার রেল পরিষেবা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার ডি আর এমের কনফারেন্স হলে। ওই বৈঠকে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক সহ অসমের ধুবড়ী ও কোকড়াঝাড় জেলার সাংসদরা উপস্থিত ছিলেন।

John Barla | newsfront.co
জন বার্লা, সাংসদ আলিপুরদুয়ার।নিজস্ব চিত্র

ম্যারাথন এই বৈঠকে হাজির ছিলেন রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। মূলতঃ উত্তরবঙ্গের তিন সাংসদ এলাকায় নতুন ট্রেনের স্টপেজ সহ নানা দাবি তুলে ধরেন। কোচবিহারের সাংসদ দিনহাটা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা ট্রেন চালুর দাবি তুলেছেন।

Nishith Pramanik | newsfront.co
নিশীথ প্রামাণিক,সাংসদ কোচবিহার।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ব্যারিকেডের সামনে বিক্ষোভ সভায় প্রতিবাদ আলিপুরদুয়ারে

sanjeev Roy | newsfront.co
সঞ্জীব রায়, জেনারেল ম্যানেজার উত্তরপূর্ব সীমান্ত রেল।নিজস্ব চিত্র

উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় জানান,”বৈঠকে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। সাংসদরা অনেক প্রস্তাব দিয়েছেন তা রেল বোর্ডকে জানানো হবে। এছাড়া নতুন স্টপেজ, নতুন ট্রেন নিয়েও যথা স্থানে জানানো হবে। আজ বৈঠক ফলপ্রসূ হয়েছে।

রেল পরিষেবায় যে উত্তরপুর্ব সীমান্ত রেল এগিয়ে রয়েছে তাও জানাতে ভোলেননি জেনারেল ম্যানেজার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here