উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন ইটাহারে

0
32

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ব্যবসায়ী মহলের দাবি মেনে বিধায়ক তহবিলের অর্থ বরাদ্দে উন্নত মানের উচ্চ আলোক স্তম্ভ বসানো হল ইটাহার সদর মিলন মার্কেট এলাকায়। রবিবার রাতে ইটাহার সদর চৌরাস্তা মোড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ধারে বেসরকারি মিলন মার্কেট এলাকায় উচ্চ আলোক স্তম্ভের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অমল আচার্য।

lamppost | newsfront.co
আলোক স্তম্ভ ৷ নিজস্ব চিত্র

বিধায়ক তহবিলের টাকা ও ইটাহার পঞ্চায়েত সমিতির সহযোগিতায় উচ্চ আলোক স্তম্ভ বসানো হয়েছে। বিধায়ক অমল আচার্য বলেন, ‘মিলন মার্কেট ইটাহারের একটি ব্যস্ততম মার্কেট। ইটাহার ব্যবসায়ী মহলের একটা দাবি ছিল এখানে একটি উচ্চ আলোক বাতি বসানোর।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

কারণ ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে এই এলাকায় দিন-রাত সাধারণ মানুষের সমাগম হয়ে থাকে। এখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সহ অন্যান্য মার্কেট রয়েছে।

আরও পড়ুনঃ অতিবৃষ্টিতে পাঁশকুড়ায় জনজীবন বিপর্যস্ত

তাই সকলের সুবিধার্থে এই উন্নত মানের আলোক স্তম্ভ বসিয়ে সকলের উদ্দেশ্যে উৎসর্গ করা হল।’ আগামী দিনে ইটাহার ব্লকের বিভিন্ন ব্যস্ততম স্থানে এই আলোক বাতি বসানো হবে বলে জানান বিধায়ক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here