২৩ জুলাই হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশ, রেজাল্ট জানবেন কী করে?

0
172

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:

২০২১ সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৩ জুলাই। জানাল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। তার এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২ টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পড়ুয়ারা।

student result | newsfront.co

কোন কোন ওয়েবসাইটে ২০২১ সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা? দেখুন,

উক্ত পরীক্ষাগুলির ফলাফল জানা যাবে,

১) http://www.wbbme.org
২) http://wbresults.nic.in
৩) http://www.exametc.com

এছাড়াও মোবাইলে পরীক্ষার ফলাফল জানার জন্য WBBME লিখে <Space> দিয়ে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে সকল অপারেটরের ক্ষেত্রে 56070-এ পাঠালে পরীক্ষার ফলাফল জানা যাবে। বিনা পয়সায় এসএমএসের মাধ্যমে ফলাফল জানার জন্য পরীক্ষার্থীকে তার রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল নম্বর আগে থেকে রেজিস্ট্রার করে রাখতে হবে www.exametc.com-এ।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামী ২২ জুলাই, জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে সমস্ত হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানদের রেজাল্ট বিতরণ কেন্দ্রে গিয়ে অ্যাডমিট কার্ড, মার্কসিট, সার্টিফিকেট নিয়ে আসার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস (সংখ্যালঘু ভবন(ত্রিতলা), ডি.জি. রোড, মালদা), বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ), সামসিয়া হাই মাদ্রাসা (দার্জিলিং), কারিশাল ত্রক্রামিয়া হাই মাদ্রাসা (কোচবিহার), পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা (পূর্ব মেদিনীপুর), এস.এম.আই হাই মাদ্রাসা (পশ্চিম মেদিনীপুর), বর্ধমান হাই মাদ্রাসা (বর্ধমান), কেথারডাঙা হাই মাদ্রাসা (বাঁকুড়া) এবং হামিদিয়া হাই মাদ্রাসা (বীরভূম) বিতরণ কেন্দ্র থেকে অ্যাডমিট কার্ড, মার্কসিট, সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানরা। ২৩ জুলাই বেলা ১ টার পর থেকে ২০২১ সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার মার্কসিট, সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here