নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গরু পাচার ও কয়লা পাচারের ঘটনায় অভিযুক্ত বিনয় মিশ্রের ভার্চুয়াল হাজিরার আর্জি খারিজ করে দিলো কলকাতা হাইকোর্ট।

কেন্দ্রীয় গোয়েন্দাদের চোখ এড়িয়ে এর আগেই দেশ ছেড়েছেন বিনয় মিশ্র। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুরে বর্তমানে রয়েছেন বিনয়। প্রথমে তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে বিনয় শর্ত রেখেছিলেন যে তাঁকে গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিতে হবে।
এরপর সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার প্রসঙ্গে তিনি জানান যে শুধুমাত্র ভার্চুয়াল মাধ্যমেই হাজিরা দিতে চান, তবে উত্তর দেবেন সব প্রশ্নের; এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদনও জানান বিনয়। কিন্তু সিবিআই রাজি হয়নি বিনয়ের শর্তে।
আরও পড়ুনঃ হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ! মৃত ১, নিখোঁজ ৯
শেষ পর্যন্ত সিবিআইয়ের বক্তব্যই সমর্থন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষও। আদালত সাফ জানায় সিবিআই তদন্তে কোনরকম হস্তক্ষেপ করবে না আদালত অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দারা যেভাবে তদন্ত করতে চাইবেন ঠিক সেভাবেই চলবেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584