২ সেপ্টেম্বরের মধ্যে আমফান দুর্নীতি মামলায় রাজ্যের পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

0
53

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

২০১৯ সালের আমফান দুর্নীতি নিয়ে রাজ্যের পদক্ষেপ জানাতে ৮ দিন সময় দিলো কলকাতা হাইকোর্ট। রিপোর্ট জমা দিতে হবে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে, নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ।

Kolkata highcourt

ঘটনার সুত্রপাত ২০১৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের সময় সরকারি ত্রান বণ্টন নিয়ে। বসিরহাটের ২ নম্বর ব্লকে পাঁচটি লরিতে ত্রাণ পাঠিয়েছিল রাজ্য সরকার। অভিযোগ ওঠে, সেই ত্রাণ সামগ্রী যাদের প্রয়োজন তাদের দেওয়ার পরিবর্তে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে মজুত রাখা হয়েছিল। এরকম ধরণের আরও বেশ কিছু অভিযোগ জমা হয় রাজ্যের বিভিন্ন জেলায়।

আরও পড়ুনঃ বদলি ‘অনৈতিক’ অভিযোগ তুলে বিকাশভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার

পরবর্তীতে গ্রামবাসীদের চরম অসন্তোষ ও অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এনিয়ে জনস্বার্থ মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই এদিন রাজ্যকে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here