শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানালো, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মুকুল রায় বহাল থাকবেন কি না সে বিষয়ে ৭ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ। ওই সময়ের মধ্যে অধ্যক্ষ সিদ্ধান্ত না নিলে আদালত পরবর্তী পদক্ষেপের কথা বিবেচনা করবে।
মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক নির্বাচিত হওয়ার পরে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেন এবং পিএসি-র চেয়ারম্যান নির্বাচিত হন। ওই পদ থেকে মুকুলের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।তাঁর দাবি পিএসি-র চেয়ারম্যান পদে দলত্যাগী মুকুলের নিয়োগ ‘অবৈধ।’এই পদে মুকুলকে নিয়োগ করতে গিয়ে লঙ্ঘন করা হয়েছে বিধানসভার কার্যবিধির ৩০২ ধারা। এবং পিএসি সদস্যদের তালিকায় বিজেপি যে আদৌ মুকুলের নাম রাখেনি, এই তথ্যও আবেদনে জানিয়েছেন কল্যানীর বিজেপি বিধায়ক।
আরও পড়ুনঃ কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি, ধৃত লালার ৪ সঙ্গী
বিজেপি বিধায়ক অম্বিকা রায় আবেদনে বলেছেন, পিএসি-র চেয়ারম্যান পদটি রীতি অনুযায়ী প্রধান বিরোধী দলেরই প্রাপ্য। তবে আদালত এ বিষয়ে সিদ্ধান্তের ভার বিধানসভার অধ্যক্ষের হাতেই ছাড়লো। বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের দিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584