নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্ট শুক্রবার জানিয়ে দিল এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই। পাশাপাশি এদিন আদালত এও জানিয়ে দিয়েছে, রাজ্য যে ভাবে তদন্ত করছে তাতে এখনই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এর মধ্যে একটি মামলা খারিজ হয়ে যায়। বাকি তিনটি মামলা করেছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, তাপস মাইতি ও আইনজীবী সন্দীপন দাস। সেই আবেদনের শুনানিতেই এই নির্দেশ দেয় আদালত।
শুনানি চলাকালীন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, কয়েকটি রিপোর্ট হাতে আসার পরই দ্রুত ভুয়ো ভ্যাকসিন মামলায় চার্জশিট পেশ করা হবে। তদন্তের গতি প্রকৃতি সম্পর্কেও আদালতকে অবহিত করেন তিনি।
আরও পড়ুনঃ মুখরক্ষা করতে পারেননি সরকারের, তাই কি মন্ত্রীসভায় জাভড়েকরের শেষ রক্ষা হল না!
মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের একাধিক নেতার ছবির প্রসঙ্গ এদিনের শুনানিতে উঠে আসে। সে প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, রাজ্যপালের সঙ্গেও তো দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি রয়েছে। তাহলে কি রাজ্যপালকে কাঠগড়ায় তোলা হবে? প্রধানমন্ত্রীর সঙ্গে একটি টিকা কেন্দ্রে একজন মহিলার ছবি দেখা যায় অথচ ওই মহিলার দাবি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কখনো সাক্ষাৎ হয়নি।
আরও পড়ুনঃ মাসের ৮ তারিখেও বেতন অমিল বিশ্বভারতীতে, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির দ্বারস্থ শিক্ষক সংগঠন
সেক্ষেত্রে কি প্রধানমন্ত্রীকে নিয়েও লড়াই হবে! শুনানির এই পর্বেই ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে জনস্বার্থ মামলাগুলির নিষ্পত্তি করে আদালত জানিয়ে দেয় রাজ্যের তদন্তে এখনো কোন ত্রুটি দেখা যায়নি তাই এখনই প্রয়োজন নেই সিবিআই তদন্তের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584