নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু সেখানেও খুব একটা সুবিধাজনক পরিস্থিতি হল না রাজ্যের পক্ষে।
বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি পেলেও শুনানির পরে বুধবার বিকেল ৩টের মধ্যে নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথিপত্র সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ট্যান্ডন। আগামীকালই রাজ্যের আর্জি শুনবে আদালত।
সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের পর এই তদন্তের জন্য আজই কোনও কমিটি গঠন করছে না সিবিআই। আগামীকাল আদালত থেকে নথি সংগ্রহের পর গঠিত হবে কমিটি তবে ইতিমধ্যেই সিবিআই-এর দিল্লির দপ্তর থেকে কলকাতা সিবিআই-এর কাছে প্রাথমিক রিপোর্ট এবং কমিটিতে থাকতে ইচ্ছুক অফিসারদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ বিমান বসুর
কমিশন এর আগে একাধিকবার আদালতে জানিয়েছে যে, এই নিয়োগে তারা কোন সুপারিশ করেনি কিন্তু সোমবার হলফনামা দিয়ে পর্ষদ আদালতে জানিয়েছে যে কিভাবে সেই সুপারিশ হয়েছিল। এ সংক্রান্ত সফট কপি জমা পড়েছে, পেন ড্রাইভও পর্ষদের তরফে জমা দেওয়া হয়েছে আদালতে। তারপরও কমিশন কিভাবে বলছে সুপারিশ করেনি, সেই প্রশ্ন ওঠে আদালতে। পাশাপাশি নিয়োগে দুর্নীতি হয়েছে এমন ৫০০ জনের তালিকাও মামলাকারীরা জমা দিয়েছেন আদালতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584