শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
দলেরই এক নেত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। আদালত জানিয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন পদক্ষেপ করা যাবেনা। সোমবার সেই মামলার শুনানিতে রক্ষাকবচের মেয়াদ আরো ৫ দিন বাড়িয়ে দিলো আদালত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বিজয়বর্গীয়র বিরুদ্ধে কোন পদক্ষেপ করা যাবে না।
২০১৮ সালে দলেরই এক নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে কৈলাস বিজয়বর্গীয়, আরএসএস নেতা প্রদীপ জোশী এবং জিষ্ণু বসুর বিরুদ্ধে। এর পরে পুলিশ গ্রেপ্তার করে বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক অমল চট্টোপাধ্যায়কে। বাকিরা আগাম জামিনের আবেদন নিয়ে পুজোর মধ্যেই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
আরও পড়ুনঃ সোমবার তৃণমূলে যোগ দিলেন উত্তর প্রদেশের ২ কংগ্রেস নেতা
সোমবার এই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং আগাম জামিনের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এই কারণেই ২৭ অক্টোবর, বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584