নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বসিরহাটের মাটিয়া ধর্ষণ কাণ্ডে কেস ডায়রি, মেডিক্যাল রিপোর্ট ও রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী ৪ দিনের মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে আদালতে। মাটিয়া ধর্ষণ কান্ডে দায়ের হয় জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার এই মামলার অন্তরবর্তীকালীন নির্দেশে একথা বলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগামী সোমবারের মধ্যে এগুলি পেশ করতে হবে এমনটাই নির্দেশ আদালতের।
গত ২৪ মার্চ ১১ বছরের ঐ কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে বসিরহাটের মাটিয়া এলাকায়। উপহারের লোভ দেখিয়ে তাকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নির্যাতিতার মাসি ও মূল অভিযুক্তকে ডোমজুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর পাশাপাশি, নির্যাতিতার সর্বোত্তম চিকিৎসার সুপারিশ করেছে হাই কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম গঠন করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনে বাইরে থেকেও যে কোনও বিশেষজ্ঞ চিকিৎসককে নিযুক্ত করতে পারবে। একইসঙ্গে নির্যাতিতার পরিবারের লোককে দেখা করতে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ সাংবাদিক রানা আয়ুবকে মুম্বাই বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা অভিবাসন দপ্তরের
ঐ নির্যাতিতাকে প্রথমে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। এরপরে তাকে কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৩ ঘণ্টা সময় ধরে তাঁর যৌনাঙ্গে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অত্যন্ত সংকটজনক অবস্থায় আপাতত এইচডিইউতে (HDU)-তে ভর্তি রয়েছে ঐ কিশোরী। চিকিৎসা চলছে তার। ৫ সদস্যের মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা চলছে তার। মামলার পরবর্তী শুনানি রয়েছে ৪ এপ্রিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584